October 11, 2025, 5:31 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে টাকার প্রলোভনে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণ ; স্বামীকে মারধর ; থানায় মামলা দায়ের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : প্রধান নির্বাচন কমিশনার রাজধানীর কাকরাইলের সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড আগামীকাল রোববার থেকে দেশে প্রথমবার টাইফয়েডের টিকা প্রদান শুরু ইসরায়েলে আটক আলোকচিত্রী শহিদুল আলম দেশে ফিরেছেন মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪ জেলে আটক হবিগঞ্জে ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল বস্তা ভর্তি টাকা !  দিনাজপুরে গাঁজাসহ আটক মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী সেলিনা পারভীন নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়ায় নোবেল কমিটির সমালোচনায় হোয়াইট হাউস  পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৭ পুলিশ ও ৬ সন্ত্রাসী নিহত
এইমাত্রপাওয়াঃ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ফিলিস্তিনিদের বাড়ি ভাঙছে ‘ইসরাইলের নরকের বুলডোজার’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইসরায়েলি সেনাবাহিনী ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে গাজা ধ্বংসের জন্য বুলডোজার চালক নিয়োগ দিচ্ছে।

ভাবুন তো—একটি স্বাভাবিক সকালে আপনি ফেসবুকে ঘাঁটাঘাঁটি করছেন, হঠাৎ একটি চাকরির বিজ্ঞাপন চোখে পড়ে:
“বুলডোজার চালক প্রয়োজন!”
দৈনিক বেতন ৩,০০০ শেকেল (প্রায় ৮৮২ মার্কিন ডলার)।

পার্সটুডে গার্ডিয়ানের সূত্রে জানিয়েছে, শুরুতে হয়তো মনে হবে কোনো নির্মাণ প্রকল্পের জন্য এই বিজ্ঞাপন—ধরা যাক, তেলআবিব বা দখলকৃত জেরুজালেমে। কিন্তু বিস্তারিত পড়লে আপনি স্তব্ধ হয়ে যাবেন:
“মিশন: গাজায় ঘরবাড়ি ধ্বংস করা—একটি একটি করে।”
এটা কোনো কল্পকাহিনি নয়—এটাই আজকের ফিলিস্তিনের বাস্তবতা।

এক আধুনিক গণহত্যা : এক ইহুদি মার্কিন গবেষক ও গণহত্যা বিশেষজ্ঞ ওমর বারতোভ বহু দশক ধরে মানবিক বিপর্যয়ের ওপর গবেষণা করেছেন।
তিনি বলেছেন- “গাজার দৃশ্য আর সহ্য করতে পারছি না। গাজায় যা ঘটছে, তা একজন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিষয়ক গবেষকের কাছেও অসহনীয়।”
তিনি বলেন, গাজার ৭০% স্থাপনা ধ্বংস বা বিধ্বস্ত করা হয়েছে। প্রতি সপ্তাহে শত শত ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে—এবার আর গোপনে নয় বরং ফেসবুকের প্রকাশ্য বিজ্ঞাপনের মাধ্যমে এসব করা হচ্ছে।

যত ঘর ধ্বংস, তত টাকা : গার্ডিয়ানের সাংবাদিক এরওয়া মাহদাভি এমন একটি ফেসবুক পেজের কথা তুলে ধরেছেন যেখানে বুলডোজার চালকদের নিয়োগের বিজ্ঞাপনে ঠাসা।
কিছু বিজ্ঞাপনে প্রতিদিন ৮৮২ ডলার পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হলো- বেতন দেওয়া হচ্ছে ঘরের সংখ্যা হিসাব করে।

  • ছোট ঘর ধ্বংসে ২,৫০০ শেকেল
  • বড় ভবন ধ্বংসে ৫,০০০ শেকেল।

বুলডোজার এখন গণহত্যার অস্ত্র : আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নেভ গর্ডন বলেছেন, “বুলডোজার এখন গণহত্যার অস্ত্রে পরিণত হয়েছে। আর ইসরায়েল নিজ হাতে তা করছে না—এ কাজ বেসামরিক ঠিকাদারদের দিয়ে করানো হচ্ছে।”

যে অজুহাত এখন আর কেউ বিশ্বাস করে না : দখলদার ইসরায়েলি বাহিনী দাবি করে—গাজার প্রতিটি ঘরেই নাকি যোদ্ধাদের থাকার সম্ভাবনা আছে, তাই সব ধ্বংস করতে হবে।
তারা মাসের পর মাস দাবি করেছিল, গাজার আশ-শিফা হাসপাতাল হামাসের ঘাঁটি। কিন্তু সেখানে কিছুই মেলেনি।
তারা কোনো প্রমাণ ছাড়াই ধ্বংস করেছে এ ধরণের বহু মসজিদ ও স্কুল।

গর্ডন ক্ষোভ প্রকাশ করে বলেন , “একটা ঘর ধ্বংস করার পেছনে হয়তো যুক্তি দাঁড় করানো যায়। কিন্তু যখন পুরো একটা শহর মুছে দেওয়া হয়, তখন আর ওটা যুদ্ধ থাকে না—সেটা গণহত্যা হয়ে যায়।”

গণমাধ্যমের নীরবতা, সত্যের মৃত্যু : এসব যাতে কেউ জানতে না পারে সেজন্য সাংবাদিকদের গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং ফিলিস্তিনি সাংবাদিকদের একে একে হত্যা করা হচ্ছে। পশ্চিমা গণমাধ্যমও হয় চুপ, না হয় ইসরায়েলের কথাই পুনরাবৃত্তি করছে। কিন্তু এই গণহত্যা আর গোপন থাকছে না। এখন তো যেকোনো ফেসবুক ব্যবহারকারী নিজেই দেখতে পাচ্ছে—একটি রাষ্ট্র কীভাবে “বাড়িঘর ধ্বংস”কে দিনমজুরির পেশায় পরিণত করেছে। এই প্রশ্নটির উত্তর একদিন দিতেই হবে আর তাহলো- যারা বুলডোজারের চালকের আসনে বসেছিল, তারা কি জানত—তারা একটি জাতির ইতিহাসকে মুছে দিচ্ছে?

ইরাকের তেলক্ষেত্রে বিস্ফোরণের মার্কিন কোম্পানির কার্যক্রম স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি তেলক্ষেত্রে মঙ্গলবার বিস্ফোরণের কারণে কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই তেলক্ষেত্রটি পরিচালনা করে আসছে একটি মার্কিন কোম্পানি। মার্কিন কোম্পানিটির উদ্ধৃতি দিয়ে আরবিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এইচকেএন এনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্থানীয় সময় সকাল ৭ টায় (০৪০০ জিএমটি) সারাং ফিল্ডে তাদের একটি উৎপাদন কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘স্থানটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে।’ বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page