স্টাফ রিপোর্টার : ভারত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নিয়ে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে বিজিবির হাত থেকে বাঁচতে অস্ত্র-গুলি ও মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় কাজিরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার সন্ত্রসী লিটন।
মহেশপুর ৫৮ বিজিবির উপ অধিনায়ক আবু হানিফ মোঃ সিহানুক জানান, বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী গ্রামের রিপন বিশ্বাসের ড্রাগন বাগানের পাশে একটি মোটর সাইকেল চ্যালেঞ্জ করে মাঠিলা ক্যাম্পের সুবেদার শরীফ মনিরুজ্জামান। এ সময় কাজিরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার ওলিয়ার রহমানের ছেলে সন্ত্রসী লিটন মিয়া ওরফে পিচ্চি লিটন ১টি বিদেশী পিস্তল,১টি ওয়ান শুটার গান ৬ রাউন্ড গুলি ও তার মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়।
উদ্ধার কৃত অস্ত্র-গুলি ও মোটর সাইকেলটি মহেশপুর থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান মহেশপুর ৫৮ বিজিবির উপ অধিনায়ক আবু হানিফ মোঃ সিহানুক।