January 11, 2026, 7:58 pm
শিরোনামঃ
ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করা হবে না : পররাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা নিয়ে হাইকোর্টের রুল জারি পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ : ইসি মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে শিশু নিহত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান খুলনায় যাকাত আদায়ের নিয়ম কানুন বিষয়ে আলোচনা সভা  আমেরিকার নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র মিয়ানমারে সামরিক জান্তা আয়োজিত নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অভিবাসন এজেন্টের গুলিতে নারী নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

লেবাননে ইসরাইলি হামলায় ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইল বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে  হামলা চালিয়েছে। এই হামলায় চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।  লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি জানিয়েছে, তারা দুই হিজবুল্লাহ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল নাবাতিয়া জেলায় ‘একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় এক ব্যক্তি নিহত ও আরো দুজন আহত হয়েছে।’

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাকুরা শহরে আরেকটি ইসরাইলি হামলায় ‘একজন শহীদ’ হয়েছেন।

মন্ত্রণালয় জানায়, কাবরিখায় তৃতীয় আরেকটি ইসরইলি হামলায় দুই জন নিহত হয়েছেন। হামলায় একজন পুরুষ ও একজন নারী  আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের কাফুর এলাকায় ‘হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর নৌ কমান্ডার’ হাসান আহমেদ সাবরাকে হত্যা করেছে।’
সেনাবাহিনী আরো বলেছে, তারা নাকুরায় একজন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। তারা ‘সন্ত্রাসী অবকাঠামো পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত’।

ইসরাইলি সেনাবাহিনী তৃতীয় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করার লক্ষ্যে নভেম্বরে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে ৩০ কিলোমিটার দূরবর্তী এলাকায় সরে যাওয়ার কথা ছিল, যেখানে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী অবস্থান করবে।

চুক্তি অনুযায়ী, ইসরায়েলেরও লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল। তবে তারা এখনো পাঁচটি ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ এলাকা দখলে রেখেছে।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page