July 31, 2025, 4:47 am
শিরোনামঃ
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মহেশপুরে বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের স্মারকলিপি প্রদান ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মানবপাচার দিবস উপলক্ষে মতবিনিময় সভা ঝিনাইদহে ত্রিশ গ্রামের দশ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে ; বিএডিসির খাল এখন কৃষকের মরণ ফাঁদ তাবলিগ জামাতের দুই পক্ষের সমস্যা মেটাতে কমিটি গঠন : ধর্ম উপদেষ্টা  ৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি আওয়ামী লীগ এমপির কাছ থেকেও ৫ কোটি টাকার চাঁদা নিয়েছে আটক রিয়াদ ও তার দল একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে র‌্যালি ও আলোচনা সভা নওগাঁয় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় ৩৯ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় ৩৯ জন নিহত ও একশ জনেরও বেশি আহত হয়েছে।

শনিবার দু’টি ত্রাণকেন্দ্রের কাছে ঘটনাটি ঘটেছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে। খবর এএফপি’র।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজার খান ইউনিসের দক্ষিণ-পশ্চিম ও রাফাহর উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত দু’টি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে হতাহতের এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘ইসরাইলি বাহিনীর গুলিতে’ এসব মানুষ প্রাণ হারান।

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনীদের লক্ষ্য করে ইসরাইলী হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গাজা কর্তৃপক্ষ এসব ঘটনার জন্য বরাবরই ইসরাইলি বাহিনীকে দায়ী করে আসছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর হওয়ার আগে তিনি পাঁচ আত্মীয়কে নিয়ে খান ইউনিসের আল-তিনা এলাকায় ত্রাণ নিতে যান। তখন ‘ইসরাইলি সেনারা গুলি চালায়’।

৩৭ বছর বয়সী আবদুল আজিজ আবেদ বলেন, ‘আমরা কেউই ত্রাণ পাইনি। প্রতিদিন যাই, আর ফিরে আসি গুলি আর হতাশা নিয়ে।’

আরও তিনজন প্রত্যক্ষদর্শীও সেনাদের গুলি চালানোর অভিযোগ করেছেন।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, রাফাহ এলাকায় অভিযানের সময় কিছু লোক সেনাদের দিকে এগিয়ে এলে তারা হুমকি অনুভব করেন। সরে যেতে বলার পরও কেউ না সরায়, সতর্কতামূলক গুলি চালানো হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ঘটনাটি তদন্তাধীন। তারা জানায়, গভীর রাতে ত্রাণ বিতরণকেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে গুলি ছোড়া হয়েছিল। তখন সেখানে কোনো কার্যক্রম চলছিল না।

এদিকে গাজার নুসাইরাত এলাকার এক বাড়িতে ইসরাইলি হামলায় আরও ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।

তবে গাজায় গণমাধ্যমের কড়াকড়ি নিয়ন্ত্রণ ও বহু এলাকায় প্রবেশের বাধার কারণে এসব তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালায়। এর জবাবে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর সেখানে ভয়াবহ মানবিক সংকট দেখা দেয়। উপকূলীয় এই ভূখণ্ডের বিশ লাখের বেশি মানুষ ২১ মাস ধরে চলা যুদ্ধের কারণে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঝুঁকিসহ মারাত্মক অপুষ্টির কবলে পড়েছে বলে জানিয়েছে চিকিৎসক ও ত্রাণ সংস্থাগুলো।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার প্রতি তিনজনের মধ্যে একজন দিনের পর দিন না খেয়ে থাকছেন এবং ‘হাজার হাজার মানুষ’ চরম দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছেন।

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাদানকারী জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ শনিবার জানিয়েছে, তাদের কাছে গাজার সব মানুষের জন্য তিন মাসেরও বেশি সময় চলার মতো খাবার মজুদ রয়েছে। তবে তা গুদামে আটকা পড়ে আছে এবং বিতরণে বাধা দেওয়া হচ্ছে।

যুদ্ধবিরতির আলোচনায় হামাসের প্রধান দাবিগুলোর একটি হলো গাজায় ত্রাণ প্রবাহ নিশ্চিত করা। পাশাপাশি তারা ৬০ দিনের যুদ্ধবিরতি ও ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

ইসরাইলি সরকারি তথ্য মতে, ২০২৩ সালে হামাসের হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক।

এদিকে, হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় এ পর্যন্ত গাজায় ৫৮ হাজার ৭৬৫ জন নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page