September 15, 2025, 3:16 pm
শিরোনামঃ
রাজধানীতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে কয়েকটি দলের সাথে জামায়াতের যুগপৎ কর্মসূচি ঘোষণা অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান ৪৫তম বিসিএসে উত্তীর্ণ ২০৮ জনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল পদ্ধতি গোপালগঞ্জে ভুয়া চিকিৎসকের একমাসের কারাদণ্ড ; চেম্বার সিলগালা সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ কোস্টগার্ডের অভিযানে খুলনার কয়রায় হরিণের মাংসসহ শিকারি আটক  মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট বিশ্বকে ‘দ্বৈত নীতিমালা পরিহারের’ আহ্বান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ
এইমাত্রপাওয়াঃ
বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ

বিমান দুর্ঘটনায় নিহত ২ শিক্ষার্থীর লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে শোকের মাতম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর বাড়ি লক্ষ্মীপুরের বশিকপুর ও সোনাপুরে চলছে শোকের মাতম।

নিহত ৭ম শ্রেণির দুই শিক্ষার্থী হলো, সায়ান ইউসুফ ও আফনান ফায়াজ। এছাড়া উত্তর জয়পুরের পালপাড়ার এলাকার কাতার প্রবাসী বেলাল হোসেনের ছেলে একই শ্রেণির শিক্ষার্থী নিলয়ের অবস্থাও গুরুতর। তার শরীরের ৬০ ভাগের বেশি পুড়ে গেছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

এখন পর্যন্ত দুই শিক্ষার্থী নিহত ও একজন অগ্নিদগ্ধ হবার খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। এই মৃত্যু মেনে নিতে পারছেনা কেউ। পুরো পরিবারই শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে।

নিহত সায়ান ইউসুফ (১৩) সদর উপজেলার বশিকপুর এলাকার এএফএম ইউসুফ হোসেনের পুত্র। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী। সায়ান ইউসুফের বাবা এএফএম ইউসুফ হোসেন ও মা শাম্মী আক্তার ওই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত।

অপরদিকে একই উপজেলার পার্বতীনগরের সোনাপুর এলাকার আবদুস সামাদ রুমির ছেলে ৭ম শ্রেণির শিক্ষার্থী আফনান ফায়াজ। আফনান ফায়াজকে খোঁজাখুঁজির পরে হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। হাসপাতাল থেকে আফনান ফায়াজের মরদেহ এনে মঙ্গলবার ভোরে ঢাকায় জানাজা শেষে দাফন করা হয়।

এছাড়া অপর শিক্ষার্থী সায়ান ইউসুফ রাতে সাড়ে তিনটার দিকে হাসপাতালে মারা যায়। তার মরদেহ মঙ্গলবার দুপুরে গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে নিহতের বাবা-মা ও স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েন। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সায়ান ইউসুফকে।

নিহতদের স্বজনরা বলেন, মেধাবী এসব ছাত্রের মৃত্যু কোনভাবে মেনে নিতে পারছি না। কীভাবে সামনের দিনগুলো যাবে। বিমান দুর্ঘটনা এতো কোমলমতি শিশুর মৃত্যু এর আগে দেশের মানুষ আর দেখেনি।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি-জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিমসহ বিভিন্ন রাজনীতিকদল,সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page