স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ আগষ্ট শুক্রবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮১তম জন্মদিন উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক খালেদ মাসুদ, নাটিমা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বুদো, পান্তাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, উপজেলা কৃষক দলের আহবায়ক এমএ আজিজ, যুবদলের আহবায়ক হাজী ফয়সাল আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদ আলী প্রমুখ।
অপর দিকে কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য শেখ শাহাজামান মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আনিসুর রহমান রিপন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক সুজানুর রহমান সুজা প্রমুখ।