স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় শীতকালীন শাকসব্জির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সরকারের দেওয়া বীনামূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

১৫ অক্টোবর মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রনোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফসলের ও শাকসব্জির বীজ এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।

বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ নুর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইমাম হোসেন জ্যোতি, উপজেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুকুজ্জামান।

অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি হারে শরিষার বীজ, ৭৫০ জন কৃষকের মাঝে গম বীজ, ৫০ জন কৃষকের মাঝে সূর্যমূখী বীজ, ১৫০ জন কৃষকের মাঝে চীনা বাদামের বীজ, ৪ শত কৃসকের মাঝে মসুরের বীজ, ৩০ জন কৃষকের মাঝে খেসারীর বীজ, ৫০ জন কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজের বীজ, ৩৫০ জন কৃষকের মাঝে মিস্টি কুমড়ার বীজ, ১ শত কৃষকের মাঝে শষা বীজ, ৩৫০ জন কৃষকের মাঝে পালংশাকের বীজ, মুলার বীজ, লাল শাকের বীজ, মটরশুটির বীজ, বেগুনের বীজ, লাউয়ের বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

যে সব কৃষককে বীজ প্রদান করা হচ্ছে তাদেরকে ১০ কেজি হারে ডিএপি সার, ১০ কেজি হারে এমওপি সার ও ১০ কেজি হারে ডিএপি ও ৫ কেজি হারে এমওপি সার প্রদান করা হচ্ছে।