অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
আজ (১৬ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এই বছর শতভাগ পাসের হার ৩৪৫টি প্রতিষ্ঠানে এবং শূন্য পাসের হার ২০২টি প্রতিষ্ঠানে।
এই বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এবার সর্বোচ্চ পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে ৬৪ দশমিক ৬২ শতাংশ এবং সর্বনিম্ন পাসের হার কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা কেন্দ্র ও এসএমএস-এর মাধ্যমে। প্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এর ‘রেজাল্ট কর্নার’-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
শিক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানতে পারবে। এছাড়া, নির্ধারিত শর্টকোড ১৬২২২-এ এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।