অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদী ইপিজেডে ‘হাইজিংটন চায়না’ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় হঠাৎ ৩৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৩৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অক্সিজেন সংকটের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানটির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানিয়েছেন, ভবনটির চতুর্থ তলায় দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণে অক্সিজেন লেভেল অনেক নেমে যায়। এতে অক্সিজেনের অভাবে কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কয়েকজনকে অসুস্থ হতে দেখে বাকিরাও আতঙ্কিত হয়ে অসুস্থ পড়েন বলে ধারণা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়া ৩৪ নারী শ্রমিকের মধ্যে ১৫ জনকে স্থানীয় বেপজা হাসপাতালে এবং বাকিদের ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ বেপজা হাসপাতালে ভর্তি হওয়া ১৫ জনকেও সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে হাইজিংটন চায়না কোম্পানির এডমিন রাশিদুজ্জামান বলেন, এসি বন্ধ থাকার জন্য অক্সিজেন লেভেলটা নেমে গিয়েছিল। এজন্য কয়েকজন অসুস্থ হয়েছেন। তবে এদের মাঝে কয়েকজনকে অসুস্থ হয়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে বাকিরা অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঈশ্বরদী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, ইপিজেডের একটি প্রতিষ্ঠান থেকে আসা ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।