অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সামরিক প্রধানকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর হামলা চালানোর একদিন পর সোমবার ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘লেবাননের ইসলামী প্রতিরোধের মহান কমান্ডার শহীদ হাইথাম আলী তাবাতাবাইকে ইসরাইল কাপুরুষোচিতভাবে হত্যা করেছে। বিবৃতিতে এই ঘটনাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে নিন্দা জানায়।’