অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল ও তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম।
ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে আনুমানিক ১৩ কিলোমিটার উত্তর-পূর্বে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার গোমতি ইউনিয়নের বেহাদন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় ১২ বোর পিস্তল, দুটি ১২ বোর তাজা গুলি এবং তিনটি হাঁসুয়া (দা) উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য এক লাখ এক হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হয়নি।
পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম জানান, সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র পাচার ও অনুপ্রবেশ রোধে ৪০ বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।