অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার দ্বিতীয় দিনে আজ শুক্রবার বিকেলে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিকেল ৪টা ৪২ মিনিটে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে উপস্থিত হয়ে তিনি সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে বেলা তিনটার কিছু আগে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন। গতকালের মতো আজকেও তিনি লাল-সবুজ রঙে সজ্জিত সেই বিশেষ বাসে চড়ে অনুষ্ঠানস্থলে আসেন।
যাতায়াতের পথে বাসের সামনে দাঁড়িয়ে তিনি সমবেত হাজারো নেতাকর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রিয় নেতাকে একনজর দেখতে আসা মানুষের উপচে পড়া ভিড়ের কারণে তাঁর গাড়িবহরকে অত্যন্ত ধীরগতিতে চলতে হয়।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই শেরে বাংলা নগর ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকা হাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উদ্যান এলাকায় অবস্থান নেন।
সমাধি জিয়ারত সম্পন্ন করে তিনি সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার এক ঐতিহাসিক সংবর্ধনার মধ্য দিয়ে যুক্তরাজ্য থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান।