অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিলাসবহুল স্কি রিসোর্টে নববর্ষ উদযাপনের সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং অন্তত ১১৫ জন আহত হয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ভোরে ক্রাঁসন-মঁতানা রিসোর্টের একটি জনাকীর্ণ বারে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের হাত থেকে বাঁচতে আতঙ্কিত মানুষ জানাল ভেঙে বের হওয়ার চেষ্টা করছিলেন। দগ্ধ অবস্থায় অনেককে রাস্তায় ছোটাছুটি করতে দেখা যায়।
আগুন লাগার পরপরই পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি থেকে এই রিসোর্টেই স্কি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের পুলিশ কমান্ডার ফ্রেডেরিক গিসলার সাংবাদিকদের জানান, ‘ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন প্রাণ হারান এবং ১১৫ জন আহত হন। আহতদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।’
এদিকে, সুইজারল্যান্ডে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জিয়ান লরেঞ্জো কর্নাডো মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জন হয়েছে বলে জানালেও সুইস পুলিশ এখনো নির্দিষ্ট করে কিছু নিশ্চিত করেনি।
বৃহস্পতিবারই সুইস প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করা গাই পারমেলিন সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ একটি দুর্ঘটনা।’
এই ঘটনাকে চরম বিপর্যয় হিসেবে উল্লেখ করে তিনি দেশজুড়ে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।