January 10, 2026, 9:20 pm
শিরোনামঃ
প্রতিহিংসা বর্জন ও জনকল্যাণের রাজনীতি করার আহ্বান জানালেন তারেক রহমান ঝিনাইদহে মানবাধিকার সংগঠনের শীত বস্ত্র বিতরণ সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট স্থগিত ; ইসির পরিপত্র জারি প্রাথমিক শিক্ষায় নতুন ‘মূল্যায়ন পদ্ধতি’ চালুর পরিকল্পনা রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা ; প্রধান শুটারসহ তিনজন আটক নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবার পেল দেড় কোটি টাকার অনুদান প্রদান ভোলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের গোলাগুলিতে ১ জন নিহত টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ট্রাম্পকে খুশি করতে দেশে ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা : খামেনি 
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার ; গ্রেপ্তার ৭

বশির আল মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামে অস্ত্রের মুখে ছিনতাই হওয়া সাত কোটি মূল্যের ২৯০ ভরি স্বর্ণ যৌথ অভিযানে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি)। আজ শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় ছিনতাইচক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তর জোনের উপকমিশনার (ডিসি) হাবিবুর রহমান। ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনার পরপরই আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করি। ঢাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।’

গত রোববার (৪ জানুয়ারি) বিকেলে হামজারবাগ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে একদল সশস্ত্র ব্যক্তি ৩৫টি স্বর্ণের বার ছিনতাই করে নিয়ে যায়। এসব বারের বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। স্বর্ণ ব্যবসায়ীর দুই কারিগর দাবি করেন, মোটরসাইকেলে আসা চারজন মুখোশধারী তাদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে এবং আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি। সেদিন রাতেই দুই কারিগর পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ দেন।

মামলার এজাহার অনুযায়ী, এক ব্যবসায়ীর নির্দেশে দুই কারিগর ৩৫টি স্বর্ণের বার নিয়ে সিএনজি অটোরিকশায় করে ঢাকার পথে রওনা হন। হামজারবাগে পৌঁছালে মোটরসাইকেলে আসা চারজন তাদের গতিরোধ করে স্বর্ণ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যে ঘটে যায়। ভুক্তভোগীরা এজহারে ছিনতাইকারীদের একজনের নাম ‘সুমন’ বলে উল্লেখ করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল এবং ছিনতাইকারীরা আগেই কারিগরদের গতিবিধি অনুসরণ করছিল।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page