January 12, 2026, 4:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাকে ডাকাতি ; একজন আটক নির্বাচনী জরিপ : জনসমর্থনে কাছাকাছি বিএনপি-জামায়াত ; হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা চট্টগ্রাম বন্দর পরিচালনায় দেশী নাকি বিদেশি কোম্পানি থাকবে ; উচ্চ আদালতের রায় কাল  অর্থ আত্বসাতের মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সুজনের সম্পাদক অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল বাংলাদেশের গণমাধ্যম একটি দলের দিকে ঝুঁকে পড়ছে : জামায়াতের আমীর আচরণবিধি পালনে অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ টেকনাফের নাফনদী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফারণে যুবকের পা বিচ্ছিন্ন
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম বন্দর পরিচালনায় দেশী নাকি বিদেশি কোম্পানি থাকবে ; উচ্চ আদালতের রায় কাল 

বশির আল মামুন, চট্টগ্রাম : দেশি নাকি বিদেশি কোম্পানি-কোন পথে পরিচালিত হবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। বিষয়টি চূড়ান্ত হবে আগামীকাল ১৩ জানুয়ারি মঙ্গলবার। এ দিন এ সংক্রান্ত রিটের চূড়ান্ত রায় হবে উচ্চ আদালতে। ফলে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সবার নজর এখন উচ্চ আদালতের দিকে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় এই টার্মিনালটি সরকার পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করেছে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হয় বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম নামে একটি সংগঠন।
সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন নিউমুরিং কনটেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের বিরোধিতা করে আদালতে রিট করেন। আদালত এ নিয়ে দ্বিধাবিভক্ত রায় প্রদান করলে নতুন করে বেঞ্চ গঠন করা হয়। যেখানে আগামীকাল ১৩ জানুয়ারি মঙ্গলবার ওই রিটের চূড়ান্ত রায়ের দিনক্ষণ ঠিক হয়।
সোমবার (১২ জানুয়ারি) সকালে এ তথ্য জানান বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। তিনি জানান, বিদেশি অপারেটর নিয়োগে সরকারের নানা উদ্যোগ এবং বিরোধীপক্ষের আন্দোলনের মাঝে আদালতে উপযুক্ত রিট করা হয়।
কনটেইনার টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা উক্ত রিটের ব্যাপারে গত ৪ ডিসেম্বর উচ্চ আদালত দ্বিধাবিভক্ত রায় প্রদান করেন। ওই দিন হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছেন।
এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদন (রুল ডিসচার্জ) খারিজ করে রায় দেন। এতে করে প্রধান বিচারপতি নতুন করে বেঞ্চ গঠন করে পুনরায় শুনানি এবং রায় প্রদানের আইনি বাধ্যবাধকতা থাকায়, আগামীকাল মঙ্গলবার নতুন বেঞ্চ উক্ত রিটের রায় প্রদান করবেন।
এই রায়ের উপর ভিত্তি করেই সরকার ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেবে নাকি নৌবাহিনীর ড্রাইডকই টার্মিনালটি পরিচালনা করবে সেই সিদ্ধান্ত নিতে হবে। আর বিষয়টির সঙ্গে বন্দর সংশ্লিষ্টদের স্বার্থ জড়িত। ফলে এনসিটি কোন পথে যাচ্ছে সেকারণে বন্দর সংশ্লিষ্টদের সবার নজর এখন উচ্চ আদালতের রায়ের দিকে।
বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের ভাষ্য, ২০০৭ সালে নিউমুরিং কনটেইনার টার্মিনাল নির্মাণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্মাণ এবং ইক্যুইপমেন্ট স্থাপনসহ টার্মিনালটি চালু করতে বন্দর কর্তৃপক্ষের আড়াই হাজার কোটি টাকারও বেশি খরচ হয়।
২০০৭ সালে আংশিক কার্যক্রম শুরু হলেও টার্মিনালটি পুরোদমে কাজ শুরু হয় ২০১৫ সালে। সে সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব পায় সাইফ পাওয়ার টেক লিমিটেড। সরকারের রাজস্ব ফাঁকিসহ নানা অনিয়মের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করায় অন্তবর্তীকালীন সরকার এই চুক্তি বাতিল করে।
এরপর চলতি বছরের জুলাই মাস থেকে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড টার্মিনালটি অপারেট করছে। মাত্র কয়েক মাসে এই টার্মিনালে সরকারি রাজস্ব বেড়েছে কয়েকগুণ। এতে টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বেশি রাজস্ব আয়ের উৎস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সূত্রমতে, অত্যাধুনিক ইক্যুইপমেন্টসহ নানা সুযোগ সুবিধার ফলে প্রতি মাসেই টার্মিনালটির আয় বাড়ছে। ফলে বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় টার্মিনালটি পরিচালনার দায়িত্ব গ্রহণের ব্যাপারে আগ্রহী অনেকেই। নানা ধরনের সমীকরণও সক্রিয় এখানে।
রাষ্ট্রীয় অর্থায়নে নির্মিত এবং দীর্ঘদিন ধরে মুনাফায় থাকা দেশের সবচেয়ে লাভজনক টার্মিনাল এনসিটিকে বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সাম্প্রতিক প্রক্রিয়ার বিরোধিতা করছেন অনেকেই। ইতোমধ্যে বন্দরের নানা অনিয়মের সঙ্গে জড়িত স্থায়ী-অস্থায়ী অনেক কর্মচারীসহ দেশের বামপন্থি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও দফায় দফায় চট্টগ্রামে বিক্ষোভ করেছেন।
করেছেন অবরোধ, মশাল মিছিল, লাল পতাকা মিছিলসহ নানা কর্মসূচি পালন। কিন্তু সরকার সবকিছু উপেক্ষা করে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এই টার্মিনাল পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করেছে।
সূত্র আরও জানায়, এর আগে নিউমুরিং কনটেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় বিগত আওয়ামী লীগ সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) টার্মিনালটি পরিচালনায় ২০২৩ সালের মার্চে অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি।
এরপর ট্রানজেকশন অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি)। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি হস্তান্তরের প্রক্রিয়া চলমান রাখে।
চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, নিউমুরিং কনটেইনার টার্মিনালে একসঙ্গে চারটি সমুদ্রগামী জাহাজ বার্থিং নিতে পারে। এই টার্মিনালের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ১০ লাখ টিইইউএস। যদিও বর্তমানে এটি ১২ লাখ টিইইউএসের বেশি কন্টেইনার হ্যান্ডলিং করছে। চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের ৪০ শতাংশের বেশি এ টার্মিনালেই হ্যান্ডলিং করা হয়।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page