অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কলেজের পুকুরে মাছ ধরার সময় জালে উঠে এসেছে ককটেল সদৃশ বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ। ঘটনাটি শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজ প্রাঙ্গণে ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, সকাল ৮টার দিকে মাছ ধরার সময় পুকুর থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয় মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, তিনি ও আরও দুইজন মিলে পিয়ার আলী কলেজের পুকুরটি ইজারা নিয়েছেন। শুক্রবার সকালে তারা নিয়মিতভাবে পুকুরে জাল ফেলেন। এ সময় জালের সঙ্গে একটি ব্যাগ উঠে আসে। ব্যাগ খুলে ভেতরে স্কচটেপে মোড়ানো বোমার মতো বস্তু দেখতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ, পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সদস্য এবং সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিষয়টি নিশ্চিত করতে বোম ডিসপোজাল ইউনিটকেও ডাকা হয়েছে।
ওসি নাসির আহমদ আরও জানান, প্রাথমিকভাবে ব্যাগের ভেতরে ৭ থেকে ৮টি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্ফোরকগুলোর ধরন নিশ্চিত করবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।