অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা উড়ে আলাস্কা থেকে অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় যাওয়ার মাধ্যমে রেকর্ড গড়েছে একটি পাখি। এটি পাড়ি দিয়েছে ৮ হাজার ৪২৫ মাইল পথ। সময় লেগেছে ১১ দিন। পাঁচ মাস বয়সী গডউইট পাখিটি ১৩ অক্টোবর আলাস্কা থেকে উড়াল দেয়। টানা উড়ে ২৪ অক্টোবর এটি অস্ট্রেলিয়ায় পৌঁছে। বিজ্ঞানীরা বলছেন, পাখিটি ২৩৪৬৮৪ নামেও পরিচিত। এটি উড়েছে কমপক্ষে ৮ হাজার ৪২৫ মাইল। পথে এটি কোথাও থামেনি। পাখিটির শরীরে বিজ্ঞানীরা ৫জি স্যাটেলাইট ট্যাগ সংযুক্ত করেছিলেন। -গার্ডিয়ান
Leave a Reply