January 2, 2026, 2:12 pm
শিরোনামঃ
মাগুরার গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রকে হত্যা ; ১ জন আটক   বাংলাদেশের সংবিধানের প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ ; হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা দেশব্যাপী কুয়াশার দাপট থাকতে পারে আগামী ৫দিন ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বিনাধান-২৪ এর বীজ বিতরণ ও প্রশিক্ষণ কু‌ড়িগ্রা‌মে নিজের রাইফেলের গুলি‌তে বি‌জি‌বি সদস্যের আত্মহত‌্যা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত যশোর রেজিস্ট্রি অফিসে অগ্নিকান্ডে পুড়ে গেছে ২শত বছরের পুরোনো নথি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ ; শিশু নিহত পাকিস্তানের বেলুচিস্তানে চীনা সেনামোতায়েনের শঙ্কা ; ভারতের কাছে সাহায্যের আবেদন 
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৫৭৬ জনের মৃত্যু ; শনাক্ত ২ লাখ ৬৯ হাজার ৬৯৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬৯৫ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৬ লাখ ১৩ হাজার ৪১৪ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৭৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমনের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই রাশিয়া, তাইওয়ান, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, চিলি ও ফিলিপাইনের মতো দেশগুলো।

শনিবার (১২ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৪ হাজার ৯৩ জন এবং মারা গেছেন ৮১ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩০ লাখ ৩০ হাজার ৩৩০ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৭ হাজার ৪১৭ জন।

বৈশ্বিক সংক্রমণে তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৩৫৩ জন এবং মারা গেছেন ৩৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৭০ লাখ ৯৪ হাজার ৪৪১ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৭০৪ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২৩১ জন এবং মারা গেছেন ৩১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০৬ জন সংক্রমিত এবং মারা গেছেন ১১ লাখ ১২১ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫৫৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৯০২ জন।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৫১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৬০ লাখ ৯১ হাজার ৫৩৯ জন এবং মারা গেছেন ২৯ হাজার ৫৭১ জন।

বৈশ্বিক সংক্রমণের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৪৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৪১৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৮ হাজার ৭০৫ জন।

তাইওয়ানে করোনায় একদিনে মারা গেছেন ৬২ জন এবং সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৩০৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৭৯ লাখ ৯৬ হাজার ৪৯০ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৪৪১ জন।

গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় সংক্রমিত ৬ হাজার ২৪৭ জন এবং মারা গেছেন ৪৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৬৫ লাখ ৫০ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৩৫ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় শনাক্ত ১০ হাজার ৫১২ জন এবং মারা গেছেন ১১ জন, চিলিতে শনাক্ত ৭ হাজার ২৩৫ জন এবং মারা গেছেন ৩০ জন, ফিলিপাইনে শনাক্ত ১ হাজার ২২৭ জন এবং মারা গেছেন ২৬ জন, স্পেনে শনাক্ত ৩ হাজার ১২৮ জন এবং মারা গেছেন ১৬ জন, মেক্সিকোতে শনাক্ত ১ হাজার ৬৪ জন এবং মারা গেছেন ১২ জন, হংকংয়ে শনাক্ত ৫ হাজার ৫৯৯ জন এবং মারা গেছেন ১০ জন।

 

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page