November 16, 2025, 3:36 am
শিরোনামঃ
ধানের শীর্ষে ভোট দিন ; আমি আপনাদের খাদেম হয়ে থাকবো : মেহেদী হাসান রনি ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ৭ নারী-পুরুষ আটক ঝিনাইদহের মহেশপুরে পুলিশ বক্সের সামনের রাস্তায় গাছ ফেলে ডাকাতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে জামায়াতের ভোট মাত্র ৫-৬ শতাংশ : বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ দেশের অভ্যন্তরীণ নৌপথে প্রমোদতরী হিসেবে চালু হলো শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ গণভোটের ৪ প্রশ্নের একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায় : বিএনপি নেতা রিজভী দুই মাস বন্ধ থাকার পর আবারও দেশের বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি শুরু রাজধানীতে ড্রাম থেকে ২৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনার মূলহোতা জরেজ মিয়া গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৬৭৫ কোটি টাকা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের কাছে ১ বিলিয়ন ডলার ঋণ চেয়েছিল বাংলাদেশ। পরিপ্রেক্ষিতে প্রথম দফায় ২৫ কোটি ডলার এবং বাকি ৭৫ কোটি ডলার বিভিন্ন কিস্তিতে ঋণ দেবে সংস্থাটি।

রবিবার (১৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বৈঠক শেষে ইআরডি কর্মকর্তারা এসব তথ্য জানান।

তারা বলেন, বিশ্বব্যাংকের এই ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। গ্রিড ডিপিসি সিরিজের আওতায় এই অর্থ দেবে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি।

রাইজার আশ্বস্ত করেছেন, প্রথম ধাপে বাংলাদেশকে ২৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। আর আগামী ২ বছরের মধ্যে বাকি ৭৫ কোটি ডলার ঋণ দেয়া হবে।

ইআরডি কর্মকর্তারা জানান, অপরিহার্য ৯ পণ্য আমদানি করতে ২০২১ সালের চেয়ে ২০২২ সালে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার বেশি ব্যয় হবে। মূলত এজন্যই বিশ্বব্যাংকের কাছে ১ বিলিয়ন ডলার ঋণ চাওয়া হয়। এতে সম্মতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।

তারা বলেন, এজন্য আলাদা উইন্ড খুলে গ্রিড ডিপিসির আওতায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ২৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এছাড়া বাজেট বাস্তবায়নে সংস্থাটির কাছে ৫০ কোটি ডলার ঋণ চাওয়া হয়েছিল। এর আওতায় ২৫ কোটি ডলার দিয়েছে তারা। বাকি ২৫ কোটি একইসময়ে পাওয়া যাবে।

 

 

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page