December 22, 2025, 5:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের কৃষিতে আব্দুল হকের গুটিসারে সম্ভাবনার নতুন দিগন্ত মাগুরায় নহাটা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত  সারাদেশের সাংবাদিকদের নিয়ে মহাসম্মেলন করবে  নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন পিনাকী ও ইলিয়াসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ‘মধ্যযুগীয় কায়দার’ বর্বরতা : নূরুল কবীর হাদি ইস্যু নিয়ে উদ্বেগ থাকলেও ভোটের আগে কেটে যাবে : প্রধান নির্বাচন কমিশনার প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় ১৭ জন গ্রেফতার ; ফুটেজে শনাক্ত ৩১ পোস্টাল ব্যালটে ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজার প্রবাসী ভোটারের নিবন্ধন  ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা জুলফিকার মর্তুজা খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ
এইমাত্রপাওয়াঃ

সবার নজর যখন কাতার বিশ্বকাপের দিকে তখন আগ্রাসন জোরদার করেছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সুযোগে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন অব্যাহত রয়েছে। গত কয়েক মাস ধরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বিশেষ করে জেনিন ও নাবলুসে ইসরাইলি সেনাদের দফায় দফায় হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় এ পর্যন্ত বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে।

এরই অংশ হিসেবে জর্দান নদীর পশ্চিম তীরের উত্তরে জেনিনের দু’টি শরণার্থী শিবিরে হামলা চালায় ইহুদিবাদী সেনারা। এতে দুজন ফিলিস্তিনি তরুণ শহীদ এবং তিনজন আহত হয়েছে। নাবলুসেও ইসরাইলি হামলায় আরো এক ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরাইলি অপরাধযজ্ঞ অব্যাহত থাকার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ধারণা করা হচ্ছে, বিশ্ববাসীর দৃষ্টি যখন কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলের দিকে ঠিক তখন ইসরাইল ফিলিস্তিনিদের  দমনের জন্য এটাকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। অতীতেও দেখা গেছে সারা বিশ্বের নজর  যখন কোনো কিছুর দিকে নিবদ্ধ থাকে ঠিক তখন ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের সহিংসকামী আচরণ জোরদার করে এবং এটাকে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ হিসেবে নেয়।

ইসরাইলি সেনাদের সহিংস আচরণ তীব্রতর হওয়ার আরেকটি কারণ হচ্ছে তারা এটা বুঝতে পেরেছে যে এ অঞ্চলের আপামর জনগণ ইসরাইলকে ঘৃণার চোখে দেখে। চলমান বিশ্বকাপেই প্রমাণিত হয়েছে যে আরব বিশ্বের মানুষ ইসরাইলকে কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং এ পরিস্থিতি ইসরাইলকে ক্ষুব্ধ ও হতাশ করে তুলেছে। ইসরাইলি ফুটবল ফেডারেশনের প্রধান অরেন হেইসুন কাতার বিশ্বকাপে হিব্রু মিডিয়ার সাংবাদিকদের অপ্রীতিকর অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন, এটা আমার কাছে প্রমাণিত হয়েছে যে কাতারের সমাজে ইসরাইল খুবই ঘৃণিত। প্রকৃতপক্ষে, ইসরাইলিরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা তীব্রতর করে এ নিয়ে তাদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছে।

ইসরাইলি সেনাদের সহিংস আচরণ তীব্রতর হওয়ার আরেকটি কারণ হচ্ছে, ইসরাইলিরা গত দুই বছরে এটা উপলব্ধি করতে পেরেছে যে তারা নিশ্চিন্তে ফিলিস্তিনিদের সাথে যা ইচ্ছা তাই করতে পারবে। কারণ তাদের এ অপরাধযজ্ঞের প্রতি একদিকে পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো সমর্থন যোগাচ্ছে। অন্যদিকে আরব দেশগুলোও গত দুই বছরে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এবং এ কারণে তারা ইসরাইলিদের আচরণ ও অত্যাচার নির্যাতনের ব্যাপারে টু শব্দটিও করছে না বরং পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। এ কারণে আরব পার্লামেন্ট সম্প্রতি জর্দান নদীর পশ্চিম তীরে উত্তেজনা সৃষ্টির নিন্দা জানিয়েছে এবং ইসরাইলে বোমা হামলা ও এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।

ইসরাইলি সেনাদের সহিংস আচরণ তীব্রতর হওয়ার আরেকটি কারণ হচ্ছে, ফিলিস্তিনিরা এটা উপলব্ধি করতে পেরেছে যে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধই একমাত্র পথ। গত এক বছরে ফিলিস্তিনের সংগ্রামীরা বেশ কয়েকটি দুঃসাহসিক অভিযান চালিয়েছে ইসরাইলে। এ কারণে ইসরাইল চিন্তিত হয়ে পড়েছে এবং পাল্টা হামলা চালাচ্ছে।

পর্যবেক্ষকরা বলছেন, ইসরাইলের ধারণা নৃশংস দমন অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের থামানো যাবে কিন্তু তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল।

 

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page