অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তীব্র সমালোচনা করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনটি চীনের প্রতি নেহরুর ভালোবাসার জন্য বলি দেওয়া হয়েছিল।’ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যে সংঘর্ষের বিষয়ে বিরোধীদের সমালোচনা প্রত্যাখ্যান করেন অমিত শাহ। তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় থাকবে, ততক্ষণ কেউ আমাদের এক ইঞ্চি ভূখণ্ডও দখল করতে পারবে না।’
পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অমিত শাহ বলেন, রাজীব গান্ধী ফাউন্ডেশনের এফসিআরএ [ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট] বাতিলের বিষয়ে প্রশ্ন এড়াতে কংগ্রেস পার্লামেন্টে সীমান্ত সমস্যার কথা তুলছে।
তার অভিযোগ, রাজীব গান্ধী ফাউন্ডেশন চীনা দূতাবাস থেকে ১.৩৫ কোটি রুপি পেয়েছে। কিন্তু এফসিআরএ-এর নিয়ম না মানায় সংস্থাটির নিবন্ধন বাতিল করা হয়েছে।