অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা আমেরিকা কল্পনা পর্যন্ত করতে পারে না।
আজ (মঙ্গলবার) রাজধানী তেহরানের ইমাম হোসেন কমপ্রিহেন্সিভ ইউনিভার্সিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইরানের কমান্ডার বলেন, আমেরিকার সাথে কোনো কারণে যুদ্ধ বাঁধলে ইরান যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, বিভিন্ন সময় তার দেশ যেসব মহড়া চালিয়েছে তাতে সে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি। আজকে ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে আমেরিকা তা কল্পনাও করতে পারে না।
আলী রেজা তাংসিরি বলেন, ইরান হচ্ছে একমাত্র দেশ যারা ৬ থেকে ৮ মিটার লম্বা বোটে সফলতার সঙ্গে ক্ষেপণাস্ত্র বসিয়ে সফল হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বাইরের শক্তি পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং ভারত উপসাগর দিয়ে প্রবেশ করে ইরানকে পরাজিত করতে পারবে না।
ইরানের শীর্ষ পর্যায়ের কমান্ডার বলেন, বিশ শতকের শুরুর দিক থেকে আমেরিকা পারস্য উপসাগরে উপস্থিত আছে। এখানে আমেরিকার একটি ডেস্ট্রয়ার স্কোয়ার রাখতে প্রতি সপ্তাহে খরচ হয় ২০ লাখ ডলার এবং একটি বিমান বাহিনীর যুদ্ধ জাহাজ উপস্থিত রাখতে খরচ হয় ৫০ লাখ ডলার। পারস্য উপসাগরে উপস্থিত থাকার জন্য আমেরিকাকে এই অর্থ গুনতে হচ্ছে।
আলী রেজা বলেন, পারস্য উপসাগরে যে তিনটি দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাত আপত্তি জানাচ্ছে সে তিনটি দ্বীপ কৌশলগতভাবে এত বেশি গুরুত্বপূর্ণ যে এগুলোর নিয়ন্ত্রণ যদি ইরানের হাতে না থাকে তাহলে পারস্য উপপসাগরে ইরানের কোন নিয়ন্ত্রণই থাকবে না।
Leave a Reply