অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিন ধাপে শান্তি প্রস্তাব দিয়েছেন এমন খবর অস্বীকার করেছে রাশিয়া। শান্তি প্রস্তাবের আগে নতুন ‘বাস্তবতা’ মেনে নিতে কিয়েভকে আহ্বান জানিয়েছে মস্কো। কিয়েভ পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্টের অফিস ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, রাশিয়া ইউক্রেন থেকে যে অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করেছে সেগুলোসহ বিদ্যমান বাস্তবতাগুলোকে বিবেচনায় না নিয়ে অগ্রগতি অর্জন করা যায় না।
দিমিত্রি পেসকভ বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট ‘জি-৭’ কে আরও সামরিক সরঞ্জাম, আর্থিক ও অন্যান্য সহায়তার জন্য ইউক্রেনের আহ্বানেরও সমালোচনা করেছেন। ইতিমধ্যে ‘জি-৭’ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তার জন্য ২.১ বিলিয়ন তহবিল প্রদানে সম্মত হয়েছেন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস কিয়েভে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে তার দেশের ইচ্ছা প্রকাশ করেছেন।
Leave a Reply