অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের তৈরি চালকবিহীন অত্যাধুনিক যুদ্ধ ড্রোন ‘রেড অ্যাপল’ প্রথমবারের মতো আকাশে উড়লো। তুর্কি ভাষায় এর নাম ‘কিজএলমা। ড্রোনটির উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়কারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলচুক বায়রাক্তার বুধবার এ তথ্য জানিয়েছেন।
তিনি টুইটারে লিখেছেন, ‘আমরা এটিকে আর মাটিতে রাখতে পারিনি। এটি উড়েছে! সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’
‘রেড অ্যাপল’ নামে সর্বাধুনিক এ ড্রোনের নামকরণ করেছে তুরস্কের ন্যাশনাল আনম্যানড কমব্যাট এরিয়াল ভিহাইকেল সিস্টেম (এমআইইউএস)। তারা জানিয়েছে, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম দ্রুতগতির এ ড্রোনটি তুরস্কের নিজস্ব নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট।
মানবহীন ড্রোনটি বিমানবাহী ছোট রণতরীতে সহজেই উড্ডয়ন এবং অবতরণ করতে পারবে। তুরস্কের নির্মাণাধীন যুদ্ধজাহাজ টিসিজি আনাদোলুতেও এটি সহজে উঠা-নামা করতে পারবে।
ড্রোনটি তৈরি করা হয়েছে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনার উদ্দেশ্যে। এরমধ্যে রয়েছে- কৌশলগত হামলা, এয়ার সাপোর্ট, ক্ষেপণাস্ত্র হামলা, শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করা। এটি ৮০০ কিলোমিটার গতিতে ভুমি থেকে ৩৫,০০০ ফুট উচ্চতায় আকাশে টানা পাঁচ ঘণ্টা ধরে উড়তে সক্ষম।
Leave a Reply