November 17, 2025, 2:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে কেন্দ্রভিত্তিক নির্বাচনী পথসভা করলেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি  ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিচারকের সন্তান হত্যা ; কালোব্যাজ কর্মসূচি পালন করলেন দেশের নিম্ন আদালতের বিচারকরা বাংলাদেশিদের সহজে ভিসা দিচ্ছে না বিশ্বের বিভিন্ন দেশ ;  বিবিসি বাংলার প্রতিবেদন পোস্টাল ভোটিং জটিল হলেও আগামী নির্বাচনে বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে : বিএনপি মহাসচিব একটি নির্দিষ্ট দলকে খুশি করতে ‘গোপন  প্রশাসনে নিয়োগ ও বদলি : জামায়াতের সেক্রেটারি সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ১ হাজার ১৩৯ লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুনের পর ফেসবুকে ‘আউট’ লিখলেন অভিযুক্ত ছাত্রদল নেতা হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার ; আরএমপির ৪ পুলিশ বরখাস্ত
এইমাত্রপাওয়াঃ

দর্শনা কেরু চিনিকলের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৮১০ মেট্রিক টন নির্ধারণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনায় ৬১ হাজার ৫০০ মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার ৮১০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেরু অ্যান্ড কোম্পানি। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু।

চিনি ও খাদ্য শিল্প করপোশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু বলেন, পাঁচ বছর চিনি শিল্পকে টিকিয়ে রাখার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ভালো মানের আখ উৎপাদনের ক্ষেত্রে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। ভালো আখ মাড়াই করে চিনি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।

তিনি বলেন, আমরা আখের মূল্য বাড়ানোর জন্য চাষিদের পক্ষে প্রস্তাব রেখেছি সেটা দ্রুত কার্যকর করা হবে। আগামী মৌসুমে চিনিকলে উৎপাদন লাভজনক অবস্থায় নেওয়া সম্ভব না হলেও বড় ধরনের লোকসান কমাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়। কৃষকদের আখচাষে আগ্রহী করে তোলা হচ্ছে। আখচাষিদের সকল ধরনের সুযোগ ও সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী, দর্শনা ইক্ষু গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠো কর্মকতা ড. জামাল উদ্দিন, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারী, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম এবং মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) আহসান হাবিব।

চিনিকল কর্তৃপক্ষের তথ্য মতে, এবার চার হাজার ২৩০ একর জমিতে আখ দণ্ডায়মান রয়েছে। এর মধ্যে চিনিকলের নিজস্ব জমির পরিমাণ এক হাজার ৫০ একর। বাকি তিন হাজার ১৮০ একর কৃষকদের জমিতে আখ চাষ করা হয়েছে। এবার আখের ফলন ভালো হয়েছে। যে কারণে ধারণা করা হচ্ছে আখ মাড়াইসহ চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। ২০২২-২৩ আখ রোপণ মৌসুমে আনুষ্ঠানিকভাবে আখ রোপণ শুরু হয় ১ সেপ্টেম্বর। এ বছর সাত হাজার জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গতবারের তুলনায় এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। মিল গেটে ১৪০ টাকা থেকে বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১৮০ টাকা। এছাড়া আখ ক্রয় কেন্দ্রগুলোতে ১৩৬ টাকা থেকে বাড়িয়ে ১৭৬ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page