অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্কুলছাত্রী জেসিকা মাহমুদ হত্যার ঘটনায় বৃহস্পতিবার বিকালে মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিকাল পৌনে ৩টার দিকে শহরের এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন করে জেসি হত্যাকা-ের প্রধান আসামি বিজয় রহমান ও দুই নম্বর আসামি গ্রেপ্তারকৃত আবিদা আক্তারের ফাঁসির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বিকাল পৌনে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিক্ষোভকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন শেখ মুজিব সড়ক উত্তাল হয়ে ওঠে।
প্রেমের বিরোধ নিয়ে দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের মধ্য কোটগাঁও এলাকায় জেসি মাহমুদ (১৬) নামের এসএসসি পরীক্ষার্থীকে মারধর ও শ্বাসরোধে হত্যা করেছে বিজয় রহমান ও তার প্রেমিকা আদিবা আক্তার। মামলার প্রধান আসামি বিজয় রহমান মুন্সীগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ও শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুর রহমানের ছেলে ও দুই নম্বর আসামি আদিবা আক্তার পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসানের মেয়ে।
Leave a Reply