অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মা নদীর ভাঙনের কবল থেকে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) শরীয়তপুরের জাজিরা উপজেলার আলফু মোল্লা কান্দি এলাকার পদ্মা নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থী, জনপ্রতিনিধি, জাজিরাবাসী ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধন শেষে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ ও অসহায়দের মধ্যে ১০০ কম্বল বিতরণ করে জাজিরা আলফু মোল্লা কান্দি সমাজ কল্যাণ সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনের কারণে গত পাঁচ বছরে অন্তত চার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বসতভিটা ও ফসলিজমি আর হারাতে চাই না। আমরা ত্রাণ চাই না, দ্রুত বাঁধ চাই। আমাদের দাবি বর্ষার আগে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করা হোক।
এ বিষয়ে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, জাজিরা উপজেলায় ৮ দশমিক ৬৭ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তবে ভাঙনরোধে যে কোনো প্রজেক্ট নিতে হলে আগে ফিজিবিলিটি স্টাডি করে নিতে হয়। আশা করি জানুয়ারি মাসের মধ্যে পানি উন্নয়ন বোর্ড ফিজিবিলিটি স্টাডি ফাইনাল রিপোর্ট দেবে। রিপোর্ট পেলে আমরা প্রজেক্ট জমা দেবো।
Leave a Reply