অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গুরুদাসপুরে সমকাল প্রতিনিধি নাজমুল হাসান নাহিদের ওপর হামলার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) ভোরে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার মান্নাননগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। ওই দিনই আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
সাংবাদিকদের দাবির মুখে মামলায় অভিযুক্ত নহর মোল্লা (২০), জুয়েল রানা (২৮) ও সুমনকে (৩০) কে গ্রেফতার করা হয়। কিন্তু মূল অভিযুক্ত নান্নু মোল্লা ও তার অন্যতম সহযোগী আল আমিনকে এখানো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
৪ জানুয়ারি সন্ধ্যার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানদানগর জামে মসজিদের সামনে সাংবাদিক নাজমুল হাসান নাহিদের ওপর হামলা চালান পুকুর ব্যবসায়ী নান্নু বাহিনী। এতে নাজমুল গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই ঘটনায় শুক্রবার রাতে মামলা দায়ের করেন সাংবাদিক নাজমুল হাসান নাহিদ। ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জেলাজুড়ে মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন সাংবাদিকরা।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, অভিযুক্তরা এলাকার বাইরে আত্মগোপন করায় গ্রেফতারে সময় লেগেছে। মূল অভিযুক্ত নান্নু মোল্লাকেও গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।
Leave a Reply