অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী ও ট্রাম্প অর্গানাইজেশনের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা অ্যালেন ওয়াইসেলবার্গকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কর ফাঁকির মামলায় তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর গতকাল মঙ্গলবার তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ম্যানহাটনের একটি আদালত। দীর্ঘ ৪০ বছর ধরে ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেছেন ওয়াইসেলবার্গ।
গত আগস্ট মাসে তিনি এক শুনানিতে কর ফাঁকির দেয়ার দায় স্বীকার করেছিলেন। নিউইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ বলেন, অ্যালেন ওয়াইসেলবার্গ ১৩ বছর ধরে কর ফাঁকি দিয়েছেন। তবে এই প্রথম তিনি শাস্তির মুখোমুখি হলেন।
ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক ট্রাম্প বর্তমানে ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসা পরিচালনা করছেন কিন্তু তারাও ব্যবসা-বাণিজ্য সম্পর্কে মিথ্যা বিবৃতির মাধ্যমে কর ফাঁকি দিয়েছেন।
ট্রাম্প অর্গানাইজেশনের সিএফও নিজের দোষ স্বীকার করলেও সাবেক প্রেসিডেন্টের ব্যাপারে এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি।
Leave a Reply