অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনের রাষ্ট্রীয় লোহা আকরিক খনি (এলকেএবি) বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তারা বিরল ধাতুর খনির সন্ধানে ছিল। এর মধ্যেই মৃত্তিকা ধাতুর বিরল খনির সন্ধান পেয়েছে। যা বৈদ্যুতিক গাড়ি ও টারবাইন তৈরির জন্য গুরুত্বপূর্ণ।
ইউরো নিউজ ডটের প্রতিবেদনে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের ক্লিন এনার্জি ট্রানজিশনের জন্য এই আবিষ্কার বড় ভূমিকা রাখতে পারে। এতে চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
এলকেএবি জানিয়েছে, মৃত্তিকা ধাতুর বিরল খনিটি সুইডেনের আর্কটিকের কিরুনা লোহার আকরিকের পাশেই আবিষ্কার হয়েছে। খনিতে প্রায় ১০ লাখ টন বিরল মৃত্তিকা ধাতুর মজুত আছে।
এলকেএবি’র সিইও জ্যান মোস্ট্রোম এক বিবৃতিতে বলেন, ‘এটি আমাদের অংশে সবচেয়ে বড় বিরল খনি।’
সেখানে প্রাসিওডিয়ামিয়াম বা নিওডিয়ামিয়াম অক্সাইড রয়েছে। বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত বিশেষ চুম্বক তৈরিতে ব্যবহার হয়। খনি আবিষ্কারের বিষয়ে সুইডেনের জ্বালানিমন্ত্রী বলেন, এই খনির মাধ্যমে রাশিয়া এবং চীনের মতো দেশের ওপর নির্ভরশীলতা কমাবে।
Leave a Reply