অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যাত্রীদের জন্য খুলে দেয়া হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন। আগে উত্তরা থেকে আগারগাঁও অংশে বিরতিহীন ট্রেন চালুর পর এক মাসের কম সময়ের মধ্য চালু হলো এ স্টেশনটি।
বুধবার সকাল ৮টা ৩৪ মিনিটে প্রথমবারের মতো পল্লবী স্টেশন থেকে যাত্রী নিয়ে আগারগাঁও উদ্দেশ্য ছেড়ে যায় মেট্রোরেল।
পর্যায়ক্রমে সবগুলো স্টেশন চালুর কথা জানায় কর্তৃপক্ষ।
যাত্রীদের নিরাপদ ও কম সময়ে গন্তব্য পৌঁছাতে সকাল ৮টায় পল্লবী স্টেশনের তিনটি দরজা খুলে দেয়া হয় যাত্রীদের জন্য। তবে, প্রথম দিকে মেট্রোরেলে যাত্রার জন্য যেমন ভীড় ছিলো তেমনটা ছিলোনা আজ।
যাত্রীরা জানান, এর মাধ্যমে মিরপুর থেকে উত্তরা যেতে সময় ও অর্থ বাঁচবে তাদের।
যাত্রীরা সহজেই নিজের টিকেট কেটে প্রবেশ করেছেন স্টেশনে। যানজটের এ শহরে মেট্রোরেল তাদের জন্য আর্শীবাদ বলেও জানান তারা।
আগারগাঁও আসার পর আবারও পুরোনো স্মৃতিতে ফিরে যান যাত্রীরা। বলেন, পুরোপুরি চালু না হলে ভোগান্তি থেকেই যাচ্ছে।
পর্যায়ক্রমে বাকী স্টেশনগুলো যাত্রীদের জন্য উন্মুক্ত হবে বলে জানান অপারেশন ম্যানেজার। তিনি বলেন, যে স্টেশনের কাজ আগে শেষ হবে সেটিই চালু হবে।
যাত্রী আগের চেয়ে কমেছে তবে, সবগুলো স্টেশন চালু হলে চাপ বাড়বে বলেও জানান এ কর্মকর্তা।
Leave a Reply