অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ গন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন। আগের দিন ছয়জন আক্রান্ত হয়েছিলেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে আক্রান্ত তিনজনই ঢাকার। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫৮৭ জন। মারা গেছেন আটজন।
গত বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু হয় ২৮১ জনের।
Leave a Reply