অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন কৃষি প্রকল্পে চীন ৮১০ কোটি ডলার সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে। ইরানি প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসির চীন সফরের সময় এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে এবং তার আওতায় এই বিনিয়োগ করবে বেইজিং। ইরানের কৃষি মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয়ের পরিকল্পনা ও অর্থনীতি বিষয়ক ডেপুটি সাহাপুর আলায়ি জানান, চীন মৎস্য খাত ও সংশ্লিষ্ট কিছু কৃষি খাতে ৩৫০ কোটি ডলার বিনিয়োগ করবে। এছাড়া ইরানের উত্তর ও দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ কৃষি প্রকল্পে চীন আরো ৪৬০ কোটি ডলার বিনিয়োগ করবে।
ইরানের কৃষি মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, আগামী মার্চ মাসের মধ্যে ইরান এসব চুক্তি বাস্তবায়নের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করবে এবং এপ্রিল মাসের প্রথম দিক থেকে প্রকল্পের কাজ শুরু হতে পারে।
ইরানে কৃষি মন্ত্রণালয়ের এ শীর্ষ কর্মকর্তা আরো জানান, তারা এ বিষয়ে কয়েকটি কমিটি গঠন করবেন যাতে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া সুষ্ঠু এবং সহজ হয়।
Leave a Reply