অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরষ্কের মানুষের পাশে দাঁড়িয়েছে য়ুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের বাংলাদেশিরা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ লস এন্জেলেস (বালা) এর পক্ষ থেকে সম্প্রতি তুরষ্কের কনস্যুলেটে গিয়ে শীতবস্ত্রসহ ৭ হাজার ডলার তুলে দেন সংগঠনের কর্মকর্তারা।
তুরষ্কের কনস্যুলেট জেনারেল অফিসের ভাইস কনসাল নুরায়া সাহিন এই সহায়তা গ্রহণ করেন। এ সময় সংগঠনের প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু, যুগ্ম সহসভাপতি শেখ সুলতান শাহরিয়ার (বাবু) ও সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক শ্যামল উপস্থিত ছিলেন।
সংগঠনের কর্মকর্তারা এ সময় তুরষ্কে ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ, নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ভবিষ্যতে আরো সহায়তার আশ্বাস দেন সংগঠনের কর্মকর্তারা।
তুরষ্কের কনস্যুলেট জেনারেল অফিসের ভাইস কনসাল নুরায়া সাহিন এ সময় ক্ষতিগ্রস্থ তুরষ্কের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply