অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙ্গসিরি বলেছেন, খুব শিগগিরই ড্রোনবাহী জাহাজ উন্মোচন করা হবে। ড্রোনবাহী এই জাহাজের নাম দেওয়া হয়েছে ‘শহীদ বাহমান বাকেরি’।
ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। এছাড়া শহীদ সোলাইমানি-২ নামের একটি জাহাজের নির্মাণ কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন এই কমান্ডার।
তাঙ্গসিরি নতুন জাহাজগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, এসব জাহাজ রাডার ফাকি দিতে সক্ষম এবং এসব জাহাজে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র বসানো হবে।
তিনি বলেন, পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী সরিয়ে নিয়েছে আমেরিকা। আমেরিকা স্বীকার করেছে যে, বিমানবাহী রণতরী মোতায়েন করে ভয় ও আতঙ্ক সৃষ্টির যে কৌশল তারা অনুসরণ করছিল তা এখানে ব্যর্থ হয়েছে। কোনো কাজেই আসেনি।#
Leave a Reply