অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খেতাব পুনরুদ্ধারের ৪৮ ঘণ্টা না যেতেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান হারালেন ইলন মাস্ক। চলতি সপ্তাহের শুরুতে টেসলা এবং স্পেসএক্স প্রধান বিশ্বের এক নম্বর ধনীর স্থান পুনরুদ্ধার করেছিলেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মাস্কের মোট সম্পদ আনুমানিক ১৮৭.১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ফরচুন জানিয়েছে, টেসলার শেয়ার বুধবার ৫ শতাংশেরও বেশি কমেছে। এতে মাস্কের মোট সম্পদ প্রায় ২ বিলিয়ন ডলার কমে বর্তমান সম্পদের মূল্য হয়েছে ১৮৪ বিলিয়ন ডলার। মাস্কের এই পতনে শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে ওঠে এসেছেন ফরাসি বিলিওনিয়ার বার্নার্ড আর্নল্ট। ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিটনের প্রধান নির্বাহী বার্নার্ডের বর্তমান সম্পদের মূল্য ১৮৬ বিলিয়ন ডলার।
বিভিন্ন কারণে ২০২২ সালে টেসলার শেয়ারের দাম ৬৫ শতাংশ কমে যায়। এতে ফরাসি বিলিওনিয়ার বার্নার্ড ডিসেম্বরে টুইটার প্রধানকে হটিয়ে শীর্ষ ধনী বনে যান।
ব্লুমবার্গের মতে, বিনিয়োগকারীদের চাহিদা বৃদ্ধি, সম্প্রতি বাজারে আসা টেসলা মডেলগুলোতে গ্রাহকদের আগ্রহ এবং একটি দারুণ অর্থনৈতিক পূর্বাভাসের কারণে টেসলা দারুণ ব্যবসা করছিল। তবে ডিসেম্বরে সবকিছু মাস্কের বিপরীতে হতে থাকে।
২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ ডিসেম্বর পর্যন্ত মাস্কের মোট সম্পদ ২০০ বিলিয়ন ডলারেরও বেশি কমেছে, যা সাম্প্রতিক ইতিহাসে সম্পদের বৃহত্তম ক্ষতি হিসাবে বিবেচিত হয়েছিল। সেই সময়ে টেসলার শেয়ারের মূল্য দ্রুত হ্রাসের ফলে আকস্মিক বিপর্যয় ঘটে।
গত বছর ওয়াল স্ট্রিটে কোম্পানিটির সবচেয়ে খারাপ বছর ছিল। চীনে কোভিড-১৯ এর প্রভাব এবং মাস্কের টুইটার বিতর্ক ইস্যুতে বিনিয়োগকারীদের শঙ্কা বাড়ায় প্রায় ৭০০ বিলিয়ন ডলার হারান মাস্ক। সূত্র: এনডিটিভি
Leave a Reply