অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জ্বালানী বাণিজ্যের ক্ষেত্রে তার দেশ এখন আর পাশ্চাত্যের ওপর নির্ভরশীল নয়। তিনি আরো বলেছেন, মস্কোর নয়া জ্বালানী নীতি প্রাচ্যের দেশগুলোকে ঘিরে বিশেষ কর চীন ও ভারতকে ঘিরে আবর্তিত হবে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের অবকাশে গত শুক্রবারএক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আমরা আর আমাদের পশ্চিমা শরিকদের ওপর নির্ভর করব না। আমরা তাদেরকে আর আমাদের পাইপলাইন উড়িয়ে দেয়ার সুযোগ দেব না।”
রাশিয়া থেকে ইউরোপে গ্যাস রপ্তানির পাইপলাইন নর্ড স্ট্রিম গত বছরের শেষদিকে বোমা মেরে উড়িয়ে দেয় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে দেশটির সেনাবাহিনী এ কাজ করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জোনা গেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “রাশিয়ার জ্বালানী নীতি এখন নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য শরিকদের ঘিরে আবর্তিত হবে। ভারত ও চীন সেরকমই দু’টি শরিক দেশ।” সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের প্রধান জ্বালানী সরবরাহকারী দেশ ছিল রাশিয়া। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর দেশটির ওপর ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও ইউরোপ। ফলে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে কমে যায়। এ অবস্থায় চীন ও ভারত তুলনামূলক কম দামে রাশিয়া থেকে জ্বালানী আমদানি করতে শুরু করে এবং রাশিয়া থেকে জ্বালানী আমদানিকারক শীর্ষ দেশে পরিণত হয়।এমনকি রাশিয়ার কাছে থেকে তেল ও গ্যাস কিনলে আমেরিকার নিষেধাজ্ঞায় পড়ার যে কথা ছিল সেক্ষেত্রেও ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায় করে নিয়েছে ভারত।
Leave a Reply