December 4, 2025, 4:07 pm
শিরোনামঃ
চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দু’জন আটক দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ৫৬৫ দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশার চাদর ; তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রিতে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত যুদ্ধ শেষ করতে চান পুতিন ;  ইউক্রেনের সঙ্গে নতুন আলোচনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজায় দুই শিশুসহ ৫ জন নিহত রাশিয়া ও ইউক্রেনকে জ্বালানি অবকাঠামোতে হামলা না করতে তুরস্কের আহ্বান বাংলাদেশ সরকারের জরুরি মানবিক সহায়তা পৌঁছালো শ্রীলঙ্কায় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির কোন সরকারি অনুমোদন নেই : বাণিজ্য উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় ১ ঘন্টা বাড়ানোর পরিকল্পনা করছে ইসি
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১৪৭ জনের মৃত্যু ; শনাক্ত ৪৭ হাজার ১৩৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ১৩৩ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৩১ হাজার ৯৩৫ জন।

একই সঙ্গে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ৯৩৯ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ১২২ জন।

রোববার (২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে রাশিয়ায়। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জাপান, চিলি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মতো দেশগুলো।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৯ হাজার ৯৪৬ জন। দেশটিতে এ সময় করোনায় মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে রাশিয়ায় মোট সংক্রমিত দুই কোটি ২৬ লাখ ৪৬ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৭ হাজার ২৮১ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০ জন। প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৫৫ হাজার ৯৮ জন মারা গেছেন। আর করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১০ কোটি ৬২ লাখ ২২ হাজার ২০৫ জন।

অন্যদিকে দৈনিক সংক্রমণের তালিকার ওপরে থাকা দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। এ সময়ে দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৯৭ জনে।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৮ হাজার ৪৫৫ জন। তবে এ সময়ে দেশটিতে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত ফ্রান্সে করোনায় মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ৬৭৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯৮ হাজার ২৫৫ জন।

জাপানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ৩১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট সংক্রমিত ৩ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৮৫৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৭৩ হাজার ৯৩৯ জন।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page