স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে স্মার্ট নেতৃত্ব তেরী করতে হবে। আমাদের কাজ হল সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাস্তবায়ন করা।
তিনি আজ ৬ এপ্রিল দুপুরে মহেশপুর উপজেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে এ কথা বলেন।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা ভাইস চেযারম্যান আজিজুল হক আজা,
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জদুল ইসলাম সাজ্জাদ, কোটচাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি,
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার শামীম উদ্দিন,
বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, সাংবাদিক আবুল হোসেন লিটন, সরোয়ার হোসেন, অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, প্রবীন শিক্ষাবিদ এটিএম খায়রুল আনাম,
মহেশপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, প্রবীর কুমার দাস, সুকুমার চট্টোপাধ্যায়সহ অনেকে।
পরে জেলা প্রশাসক ছাত্র ছাত্রীদের হাতে ডিজিটাল ট্যাব তুলে দেন।
Leave a Reply