স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের কৃষক মিন্নত আলীর ২বিঘা কলা বাগানের সীমানায় সবগাছ ছাড়িয়ে মাথা উঁচু করে দাড়িয়ে আছে পাঁচটি তালগাছ। গাছ বোঝায় কচি তালে। দিনের বেলায় ওই তালগাছ গুলির ছাঁয়া গিয়ে পড়ে পাশের মালিক ফরজ আলীর জমিতে। তাল গাছের ছাঁয়ায় ফসল কম হচ্ছে। যে কারণে ফরজ আলী ওই তালগাছ গুলোতে আগুন ধরিয়ে দেন। একই সাথে আগুনে পুড়েছে মিন্নত আলী ১বিঘা জমির কলা গাছ কৃষক মইদুল ইসলাম জানান, খাঁ খাঁ রোঁদে ওই তাল গাছ গুলোর ছাঁয়ায় একটু বিশ্রাম নেন মাঠের কৃষকরা। কিন্তু গত বৃহস্পতিবার ফরজ আলী তার ৩ বিঘা জমির শুকনা ভুট্টার খড়ি গাছের নিচে রেখে আগুন ধরিয়ে দেন। এতে করে গাছের গোড়াগুলো পুড়ে গাছগুলো মারা যাচ্ছে। ওই আগুনে মিন্নত আলী প্রায় ১ বিঘা জমির কলা গাছ পুড়ে সিদ্ধ হয়ে গেছে।
এঘটনায় মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মিন্নত আলী।
Leave a Reply