অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তুরস্কের নির্মিত ১০০’র বেশি বাইরাক্তার ড্রোন ভূপাতিত করেছে রুশ সামরিক বাহিনী। রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার এই তথ্য জানিয়েছেন। তুরস্ক এ সমস্ত ড্রোন ইউক্রেনকে সরবরাহ করেছিল।
রাশিয়ার অ্যারো স্পেস ফোর্সের উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রে দেমিন ব্যাপক হারে তুর্কি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছেন। রাশিয়া আজ ন্যাশনাল ডে অফ এয়ার ডিফেন্স ফোর্স উদযাপন করছে।
রাশিয়ার একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল দেমিন বলেন, গ্লোবাল হক, রিপার নাইন-এম কিউ কিংবা তুরস্কের বাইরাক্তার এমনকি পাইলট পরিচালিত যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্যে বাস্তব কোনো পার্থক্য নেই। ইউক্রেনের যুদ্ধ চলার মধ্যে তুর্কি নির্মিত ১০০’র বেশী বাইরাক্তার ড্রোন ভূপতিত করা এর সবচেয়ে বড় প্রমাণ।
গত বছরের শুরুর দিকে ইউক্রেন প্রথম তুরস্কের এই ড্রোন মোতায়েন করে। ড্রোনটি তাৎক্ষণিকভাবে অনেকের কাছে বিস্ময়কর অস্ত্র হিসেবে গণ্য হচ্ছিল এবং অনেকের ধারণা ছিল এই ড্রোন যুদ্ধের গতি-প্রকৃতি ইউক্রেনের পক্ষে পাল্টে দেবে। প্রথম প্রথম এই ড্রোন গুরুত্বপূর্ণ কিছু অপারেশনে বড় রকমের সফলতাও পেয়েছিল।
এমনকি রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষেত্রে এই ড্রোন ভূমিকা রেখেছিল। কিন্তু এক পর্যায়ে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট তুরস্কের ড্রোন মোকাবেলার কার্যকর পথ উদ্ভাবন করে এবং গত কয়েক মাসে তারা তুর্কি ড্রোনের বিরুদ্ধে ব্যাপক সফলতা পেয়েছে। রাশিয়া দাবি করেছে- গত ডিসেম্বর মাসে তারা ইউক্রেনের ১৩০টি ড্রোন ভূপাতিত করে।
Leave a Reply