অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ডেইরি ফার্মে বিস্ফোরণে প্রায় ১৮ হাজার গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (১৪ এপ্রিল) এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে টেক্সাসের একটি ডেইরি ফার্মে বিস্ফোরণে আনুমানিক ১৮ হাজার গরু মারা যায়। দুগ্ধ খামারের নাম সাউথ ফোর্ক ডেইরি। এটি টেক্সাসের ডিমিটের নিকটে অবস্থিত। এছাড়া সাউথ ফোর্ক ডেইরিতে বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন।
কর্তৃপক্ষ ধারণা করছে, ডেইরি ফার্মের যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে দাবানলে প্রায় ৩০ লাখ খামারের প্রাণী মারা গেছে।
কাস্ত্রো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সোমবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা খামারে আগুন লাগার খবর পান। শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, আগুন ও বিস্ফোরণের পর ফার্ম থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।
পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া এক ব্যক্তিকে খুঁজে পান। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আগুন ও ধোঁয়ায় নিহত গবাদি পশুর সঠিক সংখ্যা জানা না গেলেও শেরিফের কার্যালয় জানিয়েছে, আনুমানিক ১৮ হাজার গবাদি পশু মারা গেছে।
Leave a Reply