অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের লয়খা গ্রামে কলাগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় হযরত আলী (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মে) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
হযরত আলী শ্রীবরদীর গোপালখিলা পূর্ব পাড়া গ্রামের মৃত সোহরাব আলীর মেঝ ছেলে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে নিজ বসতবাড়ী সংলগ্ন কলা গাছে হযরত আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার পরিবারের লোকজন ঝিনাইগাতী থানায় খবর দেন। পরিবারের দাবি হযরত আলী মানসিকভাবে অসুস্থ ছিল।
সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ আজ সোমবার সকালে তার লাশ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানা অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্ট পেলে তথ্য উদঘাটনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।