April 30, 2025, 9:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরাকে বিদায়ী সংবর্ধনা মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে : সিইসি লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার কুমিল্লায় মাছের ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার বগুড়ায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ৪ জন আহত ইসরায়েলের গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা ভারতের দিকে ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি : পাকিস্তানের রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরিসহ ১০ দফা দাবিতে রাজধানীতে পোশাক শ্রমিকদের সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরি ও মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করাসহ ১০ দফা দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সোমবার (১ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানায় গার্মেন্টস শ্রমিকরা।

সমাবেশে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাত্রার মান একেবারেই নিম্নমুখী। এছাড়া দুর্বল শ্রম আইনের কারণে শ্রমিকদের অধিকার অনেক ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে নারীরা একদিকে কর্মস্থলে নিরাপত্তাহীনতা, মজুরি বৈষম্য, মাতৃত্বকালীন ছুটি না পাওয়া, যথার্থ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও নির্দিষ্ট কর্মঘণ্টা না পাওয়াসহ নানাবিধ বঞ্চনার শিকার।

সংগঠনটির সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় পোশাক শিল্পের সব কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন ও যৌথ দর কষাকষির পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আমাদের অভিবাসী শ্রমিকরা বিদেশে যেমন নির্যাতনের শিকার হচ্ছে আবার দেশে এসেও সামাজিক বৈষম্যের শিকার হচ্ছে। এতে তাদের অধিকার ব্যাপকহারে লঙ্ঘন হচ্ছে। সে কারণে আমাদের আরও সচেতনতা সৃষ্টি করতে হবে।

সমাবেশে ১০ দফা দাবি তুলে ধরা হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- নিম্নতম মজুরি ২৩,০০০ টাকা করতে হবে। প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা এবং আইএলও সনদ ১৮৯ অনুস্বাক্ষর করতে হবে।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে সমাবেশে সংগঠনটির সদস্যসহ কয়েকশ গার্মেন্টস শ্রমিক উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page