অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় এক প্রান্তিক কৃষকের এক একর জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা যুবলীগের কর্মীরা।
মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার খারুয়ালী গ্রামে উপজেলা যুবলীগের উদ্যোগে এই ধান কাটা কর্মসূচির সূচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন ও সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী এই ধান কাটায় অংশ নেন।
যুবলীগ নেতাকর্মীরা কৃষক আবদুল হাই মিয়ার ১ একর জমির পাকা বোরো ধান কেটে ঘরে তুলে দেন।
যুবলীগ নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের মতো ভালুকাতেও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের ধান কেটে দেয়ার কর্মসূচি পালন করছেন তারা।
উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কর্মসূচি পালিত হবে বলে জানান তারা।
Leave a Reply