অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিজস্ব মুদ্রা রুপিতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার আগ্রহ প্রকাশ করেছিল ভারত। এ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনাও করেছিল দিল্লি। তবে রাশিয়া আগ্রহী না হওয়ায় দুই দেশ এ নিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন ভারতীয় সরকারি কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
আর এ পরিকল্পনা ভেস্তে যাওয়ার বিষয়টি কম দামে রাশিয়ার জ্বালানি তেল ও কয়লা আমদানী করা ভারতীয় আমদানীকারকদের জন্য বড় একটি ধাক্কা হবে বলে জানিয়েছে রয়টার্স। কারণ তারা চাচ্ছিলেন রাশিয়ার সঙ্গে সরাসরি রুপিতে বাণিজ্য করতে। এতে মুদ্রা বিনিময়ের জন্য তাদের যে বাড়তি খরচ হয় সেটি কমে যেত।
যেহেতু এখন বিশ্বের অনেক দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমিয়ে দিয়েছে, ফলে দেশটির বিশ্বাস যদি তারা ভারতের সঙ্গে রুপিতে লেনদেন করে তাহলে তাদের বৈদেশিক রিজার্ভে বাড়তি ৪০ বিলিয়ন রুপি জমা হয়ে যাবে।
এছাড়া রাশিয়ানরা ভারতীয় মুদ্রা সঞ্চয়ে আগ্রহী নয় বলেও নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন অপর এক সরকারি কর্মকর্তা।
বিশ্বে রুপি পুরোপুরি বিনিময়যোগ্য নয়। বিশ্বব্যাপী যত পণ্য রপ্তানি হয় এরমধ্যে মাত্র ২ শতাংশ পণ্য হলো ভারতের। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রুপি রাখার প্রয়োজন মনে করে না বেশিরভাগ দেশ।
গত বছর রাশিয়া ইউক্রেনে হামলা করার পর রুপিতে লেনদেন করার বিষয়টি সামনে আনে ভারত। ওই সময় তারা মস্কোর কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি শুরু করে।
নাম গোপন রাখার শর্তে অপর এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া ভারতের সঙ্গে চীনের ইউয়ানে লেনদেন করতে চায়। এছাড়া দুই দেশ সংযুক্ত আরব আমিরাতের দিরহামেও কিছু লেনদেন করে থাকে। তবে বেশিরভাগ লেনদেন হয় মার্কিন ডলারেই।
সব চেষ্টার পরও রাশিয়া রুপিতে বাণিজ্য করতে আগ্রহী না হওয়ায় ভারত এখন এ আলোচনা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তা। সূত্র: রয়টার্স
Leave a Reply