অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরে হত্যা, চাঁদাবাজিসহ ১৮টি মামলার পলাতক আসামি রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরীকে ঢাকা থেকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে ঢাকার লালবাগ থেকে তাকে আটক করে র্যাব-৬।
যুবদলের কেন্দ্রীয় নেতা রিপন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শহিদুল ইসলাম চৌধুরীর ছেলে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব কমান্ডার বলেন, রিপন চৌধুরীর বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, পুলিশের কাজে বাধা, হত্যা, চাঁদাবাজিসহ মোট ১৮টি মামলা রয়েছে।
তিনি বলেন, রিপন চৌধুরী এক সময়র যশোরের আতঙ্ক ছিল। তিনি যশোরে চুড়িপট্টি এলাকায় অনেক মানুষের বাড়ি জোর করে দখল করেছেন বলেও অভিযোগ রয়েছে।