অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন শতকরা ৪৫ ভাগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তার আগ মুহূর্তে এরদোগান রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারিদের বড় রকমের বেতন বাড়ানোর উদ্যোগ নিলেন।
এরদোগান তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আশা করছেন। এজন্য তিনি এবারও নির্বাচনের একজন প্রার্থী। এরদোগানের বেতন বাড়ানোর এই ঘোষণা তুরস্কের প্রায় সাত লাখ ভোটারের ওপর সরাসরি প্রভাব ফেলবে।
তুরস্কের শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোগান বেতন বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, মুদ্রাস্ফীতির কারণে কেউ যাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করবে সরকার।
এরদোগান বলেন, “আমরা শতকরা ৪৫ ভাগ বেতন বাড়াচ্ছি যার মধ্যে ওয়েলফেয়ার শেয়ারও থাকবে। এতে দেশের সরকারি কর্মচারিদের সর্বনিম্ন বেতন হবে ১৫ হাজার তুর্কি লিরা বা ৭৭০ মার্কিন ডলার।”
এরদোগান বলেন, তুরস্ক যেহেতু উন্নতি করছে এবং উৎপাদন বাড়ছে সে কারণে তার ফলাফল দেশের প্রতিটি সদস্য ভোগ করবে। একইসঙ্গে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারিদের পেনশন ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া, সম্প্রতি যে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে যে সমস্ত উদ্ধারকারী এবং রাষ্ট্রের অন্যান্য সংস্থা ভূমিকা রেখেছে তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।
Leave a Reply