November 21, 2025, 12:40 pm
শিরোনামঃ
নাটোরে বাহারি ফুলের নির্যাস থেকে তৈরী হচ্ছে লাল-নীল রঙের নজর কাড়া ভেষজ চা ভূমিকম্পে নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশু নিহত  যশোরে সাড়ে ৪ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ এক যুবক আটক যুদ্ধ বিরতি সত্বেও গাজায় ইসরায়েলি বিমান হামলা ;  ১২ ঘন্টায় ৩৩ ফিলিস্তিনি নিহত আইএইএ’র গভর্নরস বোর্ডে ইরানবিরোধী প্রস্তাব পাসের প্রতিক্রিয়ায় যৌথ ফ্রন্ট গঠন নেপালের সাবেক শাসক দলের সমর্থকদের সাথে ‘জেন জি’ বিক্ষোভকারীদের সংঘর্ষের ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে  ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ ঝিনাইদহের মহেশপুরে ডেকে নিয়ে ইটভাটার লেবার সর্দারকে গলা কেটে হত্যার চেষ্টা ; হত্যার চেষ্টাকারী বাবুল আটক মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান ফেন্সিডিল-মদ-গাঁজা উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সর্বজনীন পেনশনের বিরুদ্ধে অপপ্রচারে জনগণ যেন প্রভাবিত না হয় ; নজরদারীর নির্দেশনা প্রধানমন্ত্রীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সর্বজনীন পেনশনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘কোনো রকম প্ররোচনা বা অপপ্রচারে জনগণ যেন প্রভাবিত হতে না পারে সেদিকে সবাইকে নজরদারি রাখতে হবে।’

সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মো. মাহবুব হোসেন বলেন, সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। এটা সাংঘাতিক রকম মানুষের মধ্যে সাড়া জেগেছে। ইতিমধ্যে ১০ হাজারের বেশি রেজিস্ট্রেশন হয়ে গেছে। লাখেরও বেশি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আছে। কিন্তু ঐতিহাসিক উদ্যোগটির বিপক্ষে মিথ্যা অপপ্রচার বা নেতিবাচক প্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রকৃত তথ্য, সরকার কী করেছে, কী করতে যাচ্ছে, কীভাবে মানুষ উপকৃত হবেন- এ ব্যাপারটা জনগণের কাছে উপস্থাপন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন- জনগণ যেন জেনে-শুনে, বুঝে এখানে অংশগ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের বিভিন্ন কর্মকর্তা যারা যেখানে কথা বলবেন তারা এটা জানাবেন। কেউ যদি এটা নিয়ে কোনো প্রশ্ন করেন, তার উত্তর দেবেন। তথ্য মন্ত্রণালয় থেকে একটা প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। যাতে করে এটা ব্যাপক প্রচার পায় এবং যাতে করে জনগণ সচেতন হয়।

যারা অপপ্রচার চালাবেন তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আলাদা কোনো নির্দেশ দেওয়ার দরকার নেই।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page