পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২২ সালে বিদেশি মদদে চাপিয়ে দেয়া দাঙ্গার দায়ে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্র দেশগুলো নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।
গতকাল (শুক্রবার) আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। দাঙ্গার সময় ‘দমন অভিযান কিংবা দাঙ্গার চিত্র ভুলভাবে উপস্থাপনের’ দায়ে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
শুক্রবারই দিনের শেষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওইসব নিষেধাজ্ঞাকে ‘অগঠনমূলক আচরণ’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এসব নিষেধাজ্ঞায় পশ্চিমা দেশগুলোরই স্বার্থ ক্ষুণ্ন হবে।
কানয়ানি বলেন, নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে পাশ্চাত্যের উচিত সভ্য ইরানি জাতির সঙ্গে পারস্পরিক সম্মান এবং যৌথ নিরাপত্তা ও স্বার্থের ভিত্তিতে আচরণ করা।
২০২২ সালের সেপ্টেম্বরে হিজাব না পরার কারণে ইরানে আটক মাহসা আমিনি নামক এক নারী পুলিশি হেফাজতে থাকা অবস্থায় হাসপাতালে মারা গেলে দাঙ্গা শুরু হয়। ওই মৃত্যুর জন্য পুলিশি নির্যাতনের অভিযোগ উঠলেও পরে তদন্তে দেখা যায়, অসুস্থতার কারণে আমিনির মৃত্যু হয়েছে; নির্যাতনের কারণে নয়। ইরান জোর দিয়ে বলে আসছে, মাহসা আমিনির মৃত্যুর ঘটনার অপব্যবহার করে বিদেশি মদদে গত বছরের দাঙ্গা ছড়িয়ে দেয়া হয়েছিল।
Leave a Reply